
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় (Debra) গণধর্ষণের শিকার হলেন হুগলির এক তরুণী। অভিযোগের তীর স্থানীয় ৩ যুবকের বিরুদ্ধে। জানা যাচ্ছে, কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীকে হুগলি থেকে ডেকেছিল অভিযুক্তরা। ডেবরায় আসার পর জোড় করে গাড়িতে তুলে তাঁকে ধর্ষণ করে অভিযুক্তরা। গত শুক্রবার ঘটনাটি ঘটার পর রাতেই থানায় গিয়ে অভিযোগ জানায় নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার কাকভোরে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এদিন বেলার দিকে অভিযুক্তদের মেদিনীপুর আদালতে তোলা হয়েছে।
নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে যুবকরা
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় কাজ খুঁজছিলেন ওই যুবতী। সেই কারণেই এই তিন যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁরা প্রতিশ্রুতি দেয় যে ডেবরায় মহিলার জন্য কাজ আছে। সেই কারণেই শুক্রবার হুগলি থেকে ডেবরায় যান তিনি। অভিযোগ, কাজের জায়গায় নিয়ে যাওয়ার নামে যুবকরা স্টেশন থেকেই তাঁকে গাড়িতে তোলে। এরপর বিভিন্ন এলাকায় ঘুরিয়ে শেষে একটি নির্জন জায়গায় গাড়িটি দাঁড় করিয়ে তার মধ্যেই তাঁকে দফায় দফায় তিনজনে ধর্ষণ করে।
গ্রেফতার অভিযুক্তরা
এরপর তাঁকে ওই নির্জন জায়গায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর কোনওভাবে নির্যাতিতা ডেবরা থানায় পৌঁছান। সেখানেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে শনিবার ভোরে ডেবরা থেকেই গ্রেফতার হয় তিনজন।