
সময় বাঁচানোর জন্য ওভারব্রিজ দিয়ে না গিয়ে অনেকেই শর্টকাটের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পেরোন। যার ফলে অসর্তকতার কারণে অনেকের মৃত্যুও হয়েছে। কিন্তু দুর্ঘটনা দেখেও শিক্ষা নেয় না অনেকে। এবার এই শর্টকাট পদ্ধতিতে বাড়ি যেতে গিয়ে বিধাননগর স্টেশন (Bidhannagar Rail Station) লাগোয়া দক্ষিণদাঁড়ি রেলব্রিজে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক মহিলা। জানা যাচ্ছে, প্রাণে বাঁচতে রেলব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন সুষমা প্রসাদ নামে ওই মহিলা, আর তাতে মৃত্যু হয় তাঁর। ঘটনায় আহত হয়েছেন মৃতার স্বামীও।
রেলব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় মহিলার
সূত্রের খবর, শুক্রবার সকাল ৭টা নাগাদ বিধাননগরের ২ নম্বর প্লাটফর্মে ট্রেন থেকে নেমেছিলেন সুষমা ও তাঁর স্বামী। লেকটাউনের নেহেরু কলোনীর বাসিন্দা এই দম্পতি ট্রেন থেকে নেমে দক্ষিণদাঁড়ি রেলব্রিজ ধরে হাঁটছিল। হঠাৎ তিনি বুঝতে পারেন সামনে ও পেছনে দু'দিক থেকেই ট্রেন আসছে। ট্রেনের আওয়াজ শুনে সে ঘাবরে যায়। কিছু বুঝতে না পেরে দুটি রেললাইনে মাঝে একটি ফাঁক থেকে সে নিচে ঝাঁপ দেয়। তবে দেহের কিছুটা অংশ আটকে যায়। যার ফলে ঝুলতে থাকে সে।
তদন্তে নেমেছে পুলিশ
এরমধ্যেই একটি ট্রেনের ধাক্কা লাগে মহিলার মাথায়। আর তারপরেই নিচে পড়ে যায় সে। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মৃতের স্বামীও। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।