শেখ শাহজাহান এবং তাঁর বেশ কয়েকজন সঙ্গীসাথী এখন শ্রীঘরে। তারপরেও সন্দেশখালিতে কমছে না নারী নির্যাতনের ঘটনা। শনিবার ন্যাজাট থানা এলাকার (Nazat Police Station) ঘোষপুর থেকে উদ্ধার হয়েছে এক ১৮ বছরের এক তরুণীর দেহ। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। তারপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে উদ্ধারের সময় দেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং কোমরে এক দড়ির সঙ্গে বাঁধা ছিল ইট। যদিও দেহে কোনও আঘাতে চিহ্ন ছিল কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সূত্রের খবর, গত ৪ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল ওই তরুণী। বুধবার মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গোয়ালঘরে গিয়েছিল। সেখানে গবাদি পশুদের খাওয়াদাওয়া, পরিচর্যা করিয়ে বাড়ি ফেরার কথা ছিল। সেই সময় তাঁর মাকে একা ফিরে যেতে বলে এবং তরুণী জানিয়ে দে যে বাড়ি ফিরতে একটু দেরি হবে। এরপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ন্যাজাট থানা নিখোঁজ ডায়েরি করে। পুলিশও তল্লাশি অভিযান চালায়।
অবশেষে শনিবার সকালে উদ্ধার হল তরুণীর মৃতদেহ। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।