অসুস্থতার কারণে শনিবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) নিয়ে যাওয়া হয় দুই মাসের এক শিশুকে। কিন্তু পর্যাপ্ত বেডের অভাব ও চিকিৎসকদের অবহেলার কারণে রাতের মধ্যেই মৃত্যু হল তাঁর। এরপরেই ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকী এই বিক্ষোভের জেরে হাসপাতালের সামনের রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের অভিযোগ, শিশুর দেহ নিয়ে আসতে হাসপাতালের ভেতরে যেতে গেলে নিরাপত্তরক্ষীরা বাধা দেয়। তাঁদের সঙ্গে বচসার জেরে বিক্ষোভের পরিস্থিতি হয়।
বহরমপুরের পর্বতপুরের বাসিন্দা ওই শিশুর দাদুর অভিযোগ, শনিবার বেলা ১১-১২টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠাণ্ডা লেগে অসুস্থ হয়েছিল সে। হাসপাতালে গিয়ে শুনি কোনও বেড ফাঁকা নেই। এমনকী আমরাও গিয়ে দেখি এক একটি বেডে তিন-চারজন রয়েছে। বাচ্চার পরিস্থিতি আরও খারাপ হলে কোলে শুয়ে অক্সিজেন দেওয়া হয়। এরপর চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁরা ব্যস্ততা দেখিয়ে চলে যায়। নার্সদের কাছে নিয়ে গেলে তাঁরা ঠাট্টা ইয়ার্কি করতে ব্যস্ত। শেষমেশ এক জুনিয়র চিকিৎসক এসে দেখল। সেও কিছু বুঝতে পারল না।
পরিবার সূত্রের খবর, রাত ৮টা নাগাদ শিশুটির মৃত্যু হয়। আর এরজন্য হাসপাতালে চিকিৎসক, নার্স ও সুপার সম্পূর্ণভাবে দায়ী। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছে মৃতার আত্মীয়রা। যদিও এই ঘটনা নিয়ে কোনও সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের।