Weather Update: আরও নামল তাপমাত্রার পারদ, দাপুটে শীতের ব্যাটিং
শীত (প্রতীকী ছবি: PTI)

কলকাতা, ৩১ জানুয়ারি: আরও নামল তাপমাত্রার (Temperature) পারদ। গতকালের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। দাপুটে শীতের (Winter) ব্যাটিং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চারদিনে শীতের তীব্রতা আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে কনকনে ঠান্ডা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রাত ও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও পরে হাড়কাঁপানো শীত অনুভব হবে। আজও উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা অনেকটাই কম। আরও পড়ুন: Hiran Chatterjee May Join BJP: তৃণমূল ছাড়তে পারেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, আজই শিবির বদল

শনিবার একধাক্কায় পারদ চড়েছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।