ভারতে করোনা (Photo Credits: PTI)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: হু হু করে বাড়ছে সংক্রমণ। পশ্চিমবঙ্গে ফের একদিনে সংক্রামিত (Coronavirus Cases In West Bengal) ৩ হাজার ১৫৫ জন। কলকাতার মতো এবার উত্তর ২৪ পরগনাও সংক্রমণের নিরিখে ৫০ হাজার ছাড়িয়ে গেল। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত এই মুহূর্তে ২ লক্ষ ৫০ হাজার ৫৮০ জন। কলকাতায় সংখ্যা ৫৫ হাজার ছাড়ালো। এদিকে, গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯২৩। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৩ শতাংশ। এই মুহূর্তে অ্যাকটিভ বা প্রকৃত রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৯৯ জন, যা গতকালের থেকে ১৭৬ জন বেশি। আরও পড়ুন-Bharat Ratna For SP Balasubramanyam: প্রয়াত শিল্পী বালা সুব্রমণিয়ামকে ভারত রত্ন দেওয়া হোক, প্রধানমন্ত্রীকে চিঠিতে অনুরোধ জগনমোহন রেড্ডির

মারণ ভাইরাসের কামড়ে রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৩৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ৫৬ জন। রাজ্যে এদিন কোভিড টেস্ট হয়েছে ৪১ হাজার ২৮১ জনের। এই নিয়ে মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৩৮। ৮০টি ল্যাবে হচ্ছে পরীক্ষা, ৯২টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা। এ রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৩ শতাংশ। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে আবারও। ৬৫৮ জন নতুন সংক্রামিতর পাশাপাশি করোনার বলি ৮ জন। শহর কলকাতায় কোভিড সংক্রমণ নিয়ে মৃতের সংখ্যা একদিনে ১৫। নতুন সংক্রামিত ৬১৮ জন। এর পরেই আছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই চার জেলায় এক দিনে সংক্রমণের সংখ্যা ২৩৪, ১৮৫, ১২৪, ১২৩।