West Bengal Weather Update: মেঘ-বৃষ্টির খেলা শেষে ফের নামল তাপমাত্রার পারদ
Winter (File Photo)

কলকাতা, ১৬ জানুয়ারি: মেঘ-বৃষ্টির খেলা শেষে ফের নামল তাপমাত্রার (Temperature) পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ঠান্ডা বাতাস বইছে সকাল থেকেই। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। যার কারণে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শীতের (Winter) আমেজ অনুভূত হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Covid-19: রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে, সক্রিয় আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়াল

কয়েকদিন পর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এর প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাবে। তাই মাঘের শুরুতে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম।