বৃষ্টি কলকাতায়| (Photo Credits: PTI)

কলকাতা, ৮ জানুয়ারি: মেঘ কাটতেই ঠান্ডা ফিরেছে বাংলায় (West Bengal)। মঙ্গলবার আলিপুরের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১২.২ ডিগ্রি সেলিসিয়াসে। দক্ষিণের তুলনায় ঠান্ডার পরিমাণ আরও বেশি ছিল উত্তর শহরতলিতে (North Kolkata)। আবহাওয়া দফতর জানিয়েছে, এই দফায় জমাটি শীতের আয়ু ছোট। নতুন পশ্চিমি ঝঞ্ঝার ঘনীভূত হয়েছে। ফলে, আজ বুধবার থেকে ফের রাতের তাপমাত্রা বাড়বে। ওই পশ্চিমি ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকছে। তার প্রভাবেই আজ ফের রাতের তাপমাত্রা বাড়বে। আজ রাজ্যের পশ্চিমাঞ্চলে হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথাও জানান হয়েছিল। সকাল হতেই খবর মিলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় নানান মাপের বৃষ্টি হয়েছে।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার তাপমাত্রা নেমে গিয়ে দাঁড়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। সোমবারও পারদ আরও কিছুটা নামবে বলেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস (Weather Office)। সেই পূর্বাভাস সত্যি করে ওই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১১ ডিগ্রি সেলসিয়াসে। আগামীকাল বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায় (Kolkata)। তবে আগের দফার মতো ধারাবর্ষণের সম্ভাবনা কম। ঝঞ্ঝা সরে যাওয়ার পর আরও এক দফায় জাঁকিয়ে শীত (Winter) ফিরতে পারে। অন্যদিকে, কনকনে ঠান্ডা ও বৃষ্টিতে হাড়কাঁপানো পরিস্থিতি দার্জিলিংয়ে। রবিবার দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার নানা প্রান্তে বৃষ্টি শুরু হয়। সিকিমের গ্যাংটকেও শিলাবৃষ্টি হয়েছে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাত হয়। বিকেল থেকে তুষারপাত শুরু হয় দক্ষিণ সিকিমের রাবাংলায়। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের পশ্চিমাঞ্চল যথা বাঁকুড়া, মেদিনীপুরের বৃষ্টি হতে পারে। আরও পড়ুন: West Bengal Weather Update: নামল তাপমাত্রা, কাল থেকে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে

দার্জিলিং (Darjeeling), কালিম্পং-এ সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো (Dry Weather) থাকবে বলে জানানো হয়েছে। তবে ১০ জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।