গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। কলকাতা ও তার আশপাশের এলাকায় সারারাত ধরেই বৃষ্টির ফলে বহু রাস্তায় জল জমেছে। আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত আলিপুরে ৪২ দশমিক এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ঠনঠনিয়া কালীবাড়ি, পাতিপুকুর আন্ডারপাস,সেন্ট্রাল এভিনিউ এবং পার্ক সার্কাসের বেশ কিছু এলাকায় জল জমার খবর পাওয়া গেছে। এছাড়া ও হাটু পর্যন্ত জল জমেছে। পুলিশ সূত্রে খবর লালবাজারের সামনে , বিধান সরনী,কলেজ স্ট্রীট বাটার কাছেও প্রায় হাটু পর্যন্ত জল জমার খবর পাওয়া গেছে। দক্ষিন কলকাতায় রর্ডন ষ্ট্রীট, লাউডন স্ট্রীটেও জল জমেছে। তবে দক্ষিণ কলকাতার তুলনায়,মধ্য ও উত্তর কলকাতায় বেশি বৃষ্টি হয়েছে।
যারফলে মধ্য ও উত্তর কলকাতায় বেশী জল জমেছে।
দ্রুত জমা জল সরাতে কলকাতা পুরসভার সবকটি নিকাশি পাম্প চালু করা হয়েছে। আজ সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লক গেট গুলি বন্ধ থাকবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। সকাল ছটা পর্যন্ত শহর কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যোধপুর পার্ক এলাকায় ১৩৩ মিলিমিটার। সকাল ছটা থেকে আটটা পর্যন্ত যোধপুর পার্কে বৃষ্টি হয়েছে ৬২ মিলিমিটার ,মানিকতলা ৪৯ মিলিমিটার, ঠনঠনিয়া ৪৮ মিলিমিটার, দত্তা বাগান এ 47 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে।
রেল কর্মীদের রাতভর টহল এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের ব্যবস্থাপনার কারণে তীব্র প্রতিকূল আবহাওয়া ও প্রবল বর্ষণ হওয়া সত্বেও পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের রেল পরিষেবা অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত কোন ট্রেন বাতিল করা হয় নি। তবে যাত্রী নিরাপত্তার কারণে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে রেল সূত্রের খবর।