Rain In West Bengal (Photo Credit: Pixabay)

 কলকাতা, ২১ এপ্রিল: সপ্তাহের শুরুতে কি বৃষ্টি (Rain) হবে? বৃষ্টির আবহাওয়া (West Bengal Weather) যেভাবে বিস্তৃত হচ্ছে, তাতে রাজ্যের আকাশ তবে পরিষ্কার হবে, তা নিয়ে ধ্বন্দ দেখা দিয়েছে। ফলে গত সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত যে হালকা থেকে ভারি বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছিল আবহাওয়া দফতরের (Todays Weather) তরফে, তা যে ফের দীর্ঘায়িত হচ্ছে, এবার মিলল তেমন ইঙ্গিত।

অল ইন্ডিয়া ওয়েদার নামে একটি এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে কর্ণাটক (Karnataka) পর্যন্ত 'রহস্যজনক' একটি বৃষ্টিপাতের ধারা প্রবাহিত হচ্ছে। যার জেরে পূর্ব থেকে দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে কর্ণাটক পর্যন্ত যে বৃষ্টির ধারা প্রবাহিত হচ্ছে, তার জেরে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের চরম সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি কবে থেকে শুরু হয়ে কখন শেষ হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

দেখুন বাংলা থেকে কর্ণাটক পর্যন্ত বয়ে চলা বৃষ্টির ধারা...

 

আরও পড়ুন: West Bengal Weather Update:সোমে প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি? বৃষ্টিতে ভিজবে কোন জেলা? জেনে নিন আজকের আবহাওয়ার হালহকিকত

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি হবে। সোমবার উত্তরের জেলাগুলি ভিজবে বলে জানানো হয় হাওয়া অফিসের তরফে। উত্তরের পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে বলে আবহাওয়ার পূর্বাভাষে জানানো হয় আলিপুরের তরফে।

বাংলার পাশাপাশি ওড়িশাতেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলাঙ্গানাতেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাত হতে পারে। সবকিছু মিলিয়ে পূর্ব থেকে দক্ষিণ ভারতে বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহভর।