Rain Image, Representational Image (Photo Credit: Pixabay)

কলকাতাঃ রবি (Sunday) থেকেই বেড়েছে তাপমাত্রার (Heat) পারদ। প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে সপ্তাহের শুরুতে স্বস্তি মিললেও মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোম সকাল থেকেই আকাশে মেঘ-রোদের খেলা। গত কয়েকদিনের তুলনায় সোমবার আবাহাওয়া মনোরম থাকবে বলেই স্পষ্ট। তবে মঙ্গলবার থেকে ফের খেলা দেখাবে গরম। হু-হু করে বাড়বে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবারের মধ্যে আপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি। তবে সপ্তাহশেষে মিলবে স্বস্তি। কারণ সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বিশেষ করে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ হাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামী দু’তিন ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বেশকিছু এলাকায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়। জারি করা হয় সতর্কতা। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রবি রাতে সেই অর্থে বৃষ্টি হয়নি এই দুই জেলায়।

বৃষ্টিতে ভিজবে কোন জেলা? জেনে নিন আজকের আবহাওয়ার হালহকিকত