কলকাতাঃ মহালয়ার(Mahalaya) ভোর থেকেই বাংলার আকাশের(Sky) মুখ ভার। মেঘলা আকাশ অব্যাহত বৃহস্পতিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ, বৃহস্পতিবার কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর(Durga Puja 2024) মুখেই ফের নিম্নচাপের ভ্রুকুটিতে বাঙালির কপালে চিন্তার ভাঁজ। আজ দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল থেকে শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাদ নেই কলকাতা এবং তার আশেপাশের জেলাও। কলকাতাসহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সঠিক তারিখ না জানা গেলেও অক্টোবরের মাঝামাঝি বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। অন্যদিকে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।
আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
7 Day's weather forecast for #Capital City pic.twitter.com/inpjZ3Ifc9
— IMD Kolkata (@ImdKolkata) October 2, 2024