কলকাতা, ১২ অগাস্ট: নির্বাচন কমিশনের (ECI) এসআইআরের (SIR) বিরোধিতায় তীব্র প্রতিবাদ শুরু করেছেন বিরোধীরা। সোমবারের পর মঙ্গলবারও এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা। বিরোধীদের প্রতিবাদ, বিক্ষোভ যখন জোরদার হচ্ছে, সেই সময় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, সোমবার বিরোধীদের ৩০০ জন সাংসদ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। সেই সময় দিল্লি পুলিশ যে ব্যবহার করে, তা গ্রহণযোগ্য নয়। সোমবারের প্রতিবাদ, বিক্ষোভের সময় বহু মহিলা সংসদ ছিলেন। দিল্লি পুলিশের ব্যবহার ওই মহিলা সাংসদদের প্রতি সঠিক ছিল না বলেও তীব্র প্রতিবাদ করেন অভিষেক (Abhishek Banerjee)।
প্রসঙ্গত সোমবার বিরোধীদের প্রতিবাদের সময় তাঁদের সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদের সময় টানা হেঁচড়াতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ। হাসপাতালে ভর্তি করা হয় এরপর মিতালি বাগকে। যা নিয়ে তীব্র প্রতিবাদ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দিল্লি পুলিশের (Delhi Police) ওই ব্যবহার একেবাকরেই সঠিক নয় বলে মন্তব্য করেন অভিষেক।
পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ আরও বলেন, বিরোধীদের ভয় পাচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণে নির্বাচন কমিশন বিরোধীদের মুখোমুখি হচ্ছে না।
শুনুন কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...
#WATCH | Kolkata, West Bengal: TMC MP and National General Secretary Abhishek Banerjee says, "The way Delhi Police behaved with opposition MPs, including several women MPs, who were protesting democratically and peacefully in Delhi yesterday, makes it clear that the Election… pic.twitter.com/6AHk6fdIJp
— ANI (@ANI) August 12, 2025
অভিষেক আরও বলেন, এসআইআর মেনে নেওা হবে যদি গোটা দেশজুড়ে তা হয়। নির্বাচন কমিশন যে বলছে, ভোটার তালিকায় ভুল রয়েছে, তাহলে তা সব রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এই ভোটার তালিকার উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার (Central Govt) গঠন হয়েছে। বিজেপির ২৪০ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। তাহলে ভোটার তালিকায় গলদ থাকলে আগে কেন্দ্রের সরকার ভেঙে দেওয়া হোক। তারপর গোটা দেশ জুড়ে সংশোধন করা হয়। তা না হলে, বেছে বেছে এসআইআর কেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মত রাজ্যগুলিতে হবে বলে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন এসআইআর হবে না বলেও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এসআইআর যদি হয়, তাহলে তা গোটা দেশ জুড়ে হোক। গুজরাটে এসআইআর হবে না, পশ্চিমবঙ্গে হবে। এমন শর্ত কখনও মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানান তৃণমূল কংগ্রেস সাংসদ।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা মেনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাহলে এখন তা কেন মানা হবে না। তাহলে কেন্দ্রীয় সরকার ভেঙে দিয়ে, লোকসভা ভেঙে গোটা দেশ জুড়ে এসআইআর করা হোক জোরদার দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।