ভোট চুরির অভিযোগে ফের পথে নামলেন বিরোধীরা (INDIA Bloc Protests)। এবার মিন্তা দেবীর নাম লেখা টিশার্ট পরে প্রতিবাদ শুরু করেন ইন্ডিয়া জোটের সঙ্গীরা। যেখানে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) দোলা সেনের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে ১২৪ বছর বয়সী মিন্তা দেবীর নাম নথিভুক্ত রয়েছে। এবার সেই মিন্তা দেবী লেখা টিশার্ট পরেই প্রতিবাদ শুরু করেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা। প্রসঙ্গত সোমবার নির্বাচন কমিশনের দফতরে যেতে দেওয়া হয়নি বিরোধীদের। প্রতিবাদ এবং ধর্না মঞ্চ থেকে বিরোধীদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। তারপর তাঁদের ২.১০ মিনিটে ছাড়া হয়। এসব বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দিল্লি পুলিশ করছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। পাশাপাশি বিক্ষোভের সময় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন। যার জেরে মিতালি বাগকে ভর্তি করতে হয় হাসপাতালেও। অন্যদিকে চোখে মুখে জল ছিটিয়ে সুস্থ করে তোলার চেষ্টা তলে মহুয়াকে।
এসআইআরের বিরুদ্ধে ফের প্রতিবাদ ইন্ডিয়া ব্লকের সদস্যদের...
#WATCH | Delhi: INDIA bloc leaders continue to protest over the alleged voter fraud and SIR issues. MPs were seen wearing T-shirts featuring the name Minta Devi, a voter allegedly listed as 124 years old in the Election Commission's voter list. pic.twitter.com/LVhS3I5CZJ
— ANI (@ANI) August 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)