কলকাতা, ৪ অগাস্ট: সোনার বাংলা গড়ার আশ্বাস ওঁরা দেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ভোটের পর কারও দেখা মেলে না। তাই দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রধানমন্ত্রী না হলে, ঘাটাল মাস্টার প্ল্যান কিছুতেই পাশ করানো যাবে না। পশ্চিমবঙ্গে এসে বিরোধী দলের নেতারা অনেক কথা বলেন কিন্তু ঘাটাল, কেশপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ যেভাবে প্রত্যেক বছর জল যন্ত্রণা ভোগ করেন, তার সমাধান হয় না। ভোটের পর কারও হদিশ মিলছে না। ঘাটালের (Ghatal) বন্যা (Flood) কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা দেব (Dev)।
তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ বলেন, যতদিন না পর্যন্ত দিদি (Mamata Banerjee) প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। এত কথা বলার পর, চিঠি দেওয়ার পরও যদি কোনও কাজ না হয়, তাহলে সেটা দুঃখজনক।
এসবের পাশাপাশি দেব আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার মানুষের কথা ভাবছে না। মানুষের জন্য কাজ করছে না।