মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী (File Photo)

কলকাতা, ৪ অগাস্ট: পশ্চিমবঙ্গের (West Bengal) বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে জল ছাড়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যা শুনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

বুধবার বন্যা (Flood) কবলিত খানাকুল পরিদর্শনে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে খারাপ আবহাওয়ার জন্য বুধবার খানাকুলে যাওয়া বাতিল করেন মুখ্যমন্ত্রী। তার পরবির্তে বুধবার সড়কপথে হাওড়ার উদয়নারায়ণপুরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাচ্ছেন বলে খবর।

আরও পড়ুন: Rahul Gandhi: 'দলিত কন্যা এই দেশেরই মেয়ে, ওঁদের সঙ্গে থাকব' দিল্লির নির্যাতিতার পরিবারের পাশে রাহুল

হাওড়ার উদয় নারায়ণপুরে গিয়ে সেখানকার বন্যা কবলিত এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলে ত্রাণ শিবিরও মুখ্যমন্ত্রী ঘুরে দেখবেন বলে খবর।