Close
Advertisement
 
শুক্রবার, ডিসেম্বর 27, 2024
সর্বশেষ গল্প
4 hours ago
Live

21 July Live: ১০০ দিনে 'খেলা হবে'প্রকল্পের ঘোষণা, বাংলাকে ভাতে মারা যাবে না, ১০০ দিনের টাকা আদায়ে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক মমতার

পশ্চিমবঙ্গ পার্থ | Jul 21, 2023 02:37 PM IST
A+
A-
21 Jul, 14:37 (IST)

২০২৪ সালে জয় INDIA-র স্লোগান দেবে তৃণমূল বললেন মমতা। 

INDIA লড়বে,তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে: মমতা

১১০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল: মমতা

দেখুন ভিডিয়ো

21 Jul, 14:28 (IST)

INDIA-জোটের মুখ্যমন্ত্রীদের নিয়ে মণিপুর অভিযান পরিকল্পনা মমতার।  সমস্ত সীমা লঙ্খন করেছে বিজেপি। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি। বাংলাকে ভাতে মারার চেষ্টা করে লাভ হবে না।

21 Jul, 14:26 (IST)

১০০ দিনের কাজের টাকা আদায়ের প্রতিবাদে ২ অক্টোবর দিল্লি চলো অভিযানের ডাক মমতার। ৭ হাজার টাকা বকেয়া । ১০০ দিনের টাকা আদায়ের জন্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে বড় ঘেরাও, ধরনার ঘোষণা দিদির। তার আগে আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল নেতারা। 

21 Jul, 14:15 (IST)

মমতার ঘোষণা, রাজ্যের টাকায় ১০০ দিনের কাজ হবে

দেখুন টুইট


 

21 Jul, 14:15 (IST)

মমতার ঘোষণা, রাজ্যের টাকায় ১০০ দিনের কাজ হবে

21 Jul, 14:15 (IST)

মমতার ঘোষণা, রাজ্যের টাকায় ১০০ দিনের কাজ হবে

21 Jul, 14:13 (IST)

আমি চ্যালেঞ্জ নেওয়া হোক, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায় 

দেখুন ভিডিয়ো

একুশে জুলাই শহিদ স্মরণে | Martyrs' Day #ShahidDibas https://t.co/plxDPmvXIS

21 Jul, 14:06 (IST)

২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বললেন মমতা। পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হল। কিন্তু গোলমাল হল তিন জায়গায়-ভাঙড়, ডোমকল, ইসলামপুর। সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরা।।

21 Jul, 13:59 (IST)

কোথায় গেল বেটি বাঁচাও, দেশে বেটিরা জ্বলছে। মণিপুর নিয়ে সরব মমতা।

দেখুন ভিডিয়ো

 

21 Jul, 12:49 (IST)

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে পুলিশ লেখা গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করল এক যুবক। মমতা সেই সময় কালীঘাটে নিজের বাড়িতে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। যুবকটির ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র পাশাপাশি ভোজাালি ও অন্যান্য অস্ত্রশস্ত্রও ছিল। পুলিশ তাকে গ্রেফতারের পর জেরা করছে।

দেখুন টুইট

 

Load More

আজ সেই দিন। ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস ক্যালেন্ডারের একটা দিন তাঁর দল তৃণমূল কংগ্রেসের জন্য বানিয়ে দিতে সফল হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন। জিতুন বা হারুন। ২১ জুলাইয়ের মঞ্চ মানেই তৃণমূল সমর্থক, পার্টি কর্মীদের আবেগের ঢল। এখন তিনি ১২ বছর পর রাজ্যের ক্ষমতায়। জাতীয় দলের তকমা হারালেও দিল্লির রাজনীতিতেও বড় শক্তি। সিংহাসনে থাকায় মানুষকে দেওয়ার মত ক্ষমতা থাকায় তিনি ডাকলে এমনিতেই ভিড় হবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু তিনি যখন একেবারে কোণঠাসা, সিপিএমের কাছে বারবার হেরে কার্যত একা, তখনও ২১ জুলাই মানুষ তার এক ডাকে বহু দূরের পথ পেরিয়ে হাজির হয়েছে।

২১ জুলাই মানে মমতা ম্যাজিক। তৃণমূল সমর্থকদের কাছে ২১ জুলাই মানে অঘোষিত মমতা দিবস। ক্ষমতায় বসার পর এই মমতা আর সেই মমতা নেই বলা মানুষও টিভিটা একবার খুলে জানতে চান তিনি কী বললেন। তবে ২১ জুলাই নিয়ে বিরোধীদের কটাক্ষের তীব্রতাও প্রবল। শহিদ দিবসের মঞ্চে মমতা শুধুই ক্ষমতায় থাকার মঞ্চ বানিয়েছেন। সন্ত্রাস করে ভোটে জিতছেন। এমন কটাক্ষ শুনতে হয় তাঁকে। তবে রাজনীতি মানেই তো তাই। একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। তবে সাধারণ মানুষের কাছে ২১ জুলাই ভোগান্তির একটা দিন। লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে মহানগরী স্তব্ধ। কিন্তু অফস তো যেতে হবেই। গুরুত্বপূর্ণ কাজও থাকে।

রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর আজ, শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চটা অঘোষিতভাবে তৃণমূলের বিজয় মঞ্চ হতে পারত। কিন্তু তৃণমূলের জয় ছাপিয়ে এবার দেশজুড়ে বাংলার রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাস ইস্যুটা অনেক বড় করে সামনে আসছে। বিজেপি নেতা-কর্মীরা মণিপুর ইস্যুর সঙ্গে বাংলার পঞ্চায়েত নির্বাচনকে তুলনা করেছেন। বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে ক্ষুব্ধ আদালতও। সাম্প্রতিক কালে সবচেয়ে দেশের সবচেয়ে রক্তাক্ত আর সন্ত্রাসের ভোট হয়েছে বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েতে। তৃণমূল ২০টি জেলা পরিষদ, বেশীরভাগ পঞ্চায়ত সমিতি, গ্রাম পঞ্চায়েতে জিতে বিরোধীদের কার্যত খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে।

 


Show Full Article Share Now