২০২৪ সালে জয় INDIA-র স্লোগান দেবে তৃণমূল বললেন মমতা।
INDIA লড়বে,তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে: মমতা
১১০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল: মমতা
দেখুন ভিডিয়ো
21 July Live: ১০০ দিনে 'খেলা হবে'প্রকল্পের ঘোষণা, বাংলাকে ভাতে মারা যাবে না, ১০০ দিনের টাকা আদায়ে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক মমতার
আজ সেই দিন। ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস ক্যালেন্ডারের একটা দিন তাঁর দল তৃণমূল কংগ্রেসের জন্য বানিয়ে দিতে সফল হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন। জিতুন বা হারুন। ২১ জুলাইয়ের মঞ্চ মানেই তৃণমূল সমর্থক, পার্টি কর্মীদের আবেগের ঢল। এখন তিনি ১২ বছর পর রাজ্যের ক্ষমতায়। জাতীয় দলের তকমা হারালেও দিল্লির রাজনীতিতেও বড় শক্তি। সিংহাসনে থাকায় মানুষকে দেওয়ার মত ক্ষমতা থাকায় তিনি ডাকলে এমনিতেই ভিড় হবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু তিনি যখন একেবারে কোণঠাসা, সিপিএমের কাছে বারবার হেরে কার্যত একা, তখনও ২১ জুলাই মানুষ তার এক ডাকে বহু দূরের পথ পেরিয়ে হাজির হয়েছে।
২১ জুলাই মানে মমতা ম্যাজিক। তৃণমূল সমর্থকদের কাছে ২১ জুলাই মানে অঘোষিত মমতা দিবস। ক্ষমতায় বসার পর এই মমতা আর সেই মমতা নেই বলা মানুষও টিভিটা একবার খুলে জানতে চান তিনি কী বললেন। তবে ২১ জুলাই নিয়ে বিরোধীদের কটাক্ষের তীব্রতাও প্রবল। শহিদ দিবসের মঞ্চে মমতা শুধুই ক্ষমতায় থাকার মঞ্চ বানিয়েছেন। সন্ত্রাস করে ভোটে জিতছেন। এমন কটাক্ষ শুনতে হয় তাঁকে। তবে রাজনীতি মানেই তো তাই। একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। তবে সাধারণ মানুষের কাছে ২১ জুলাই ভোগান্তির একটা দিন। লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে মহানগরী স্তব্ধ। কিন্তু অফস তো যেতে হবেই। গুরুত্বপূর্ণ কাজও থাকে।
রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর আজ, শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চটা অঘোষিতভাবে তৃণমূলের বিজয় মঞ্চ হতে পারত। কিন্তু তৃণমূলের জয় ছাপিয়ে এবার দেশজুড়ে বাংলার রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাস ইস্যুটা অনেক বড় করে সামনে আসছে। বিজেপি নেতা-কর্মীরা মণিপুর ইস্যুর সঙ্গে বাংলার পঞ্চায়েত নির্বাচনকে তুলনা করেছেন। বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে ক্ষুব্ধ আদালতও। সাম্প্রতিক কালে সবচেয়ে দেশের সবচেয়ে রক্তাক্ত আর সন্ত্রাসের ভোট হয়েছে বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েতে। তৃণমূল ২০টি জেলা পরিষদ, বেশীরভাগ পঞ্চায়ত সমিতি, গ্রাম পঞ্চায়েতে জিতে বিরোধীদের কার্যত খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে।
WB Police Constable Exam: কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মোবাইল সহ ৬ জন আটক, তেহট্ট ও পলাশিপাড়ায় চাঞ্চল্য
Greater Noida: গ্রেটার নয়ডায় বেআইনি অস্ত্র সরবরাহকারী চক্রের ৫ জন গ্রেপ্তার, নিখোঁজ ২
Purple Line of Kolkata Metro: শহরতলীর যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রোর পার্পেল লাইনে মেট্রো পরিষেবার সময় সীমা আগামী সোমবার অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে বৃদ্ধি পাচ্ছে
Australia Squad: দ্বিতীয় ব্রিসবেন টেস্টের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়ার, দলে নেই কামিন্স এবং হ্যাজেলউড