হাসপাতালের ওয়ার্ড (Photo Credits: PTI)

লকডাউন ঘোষণার দিন রাজ্যে করোনায় (Corona Virus) গত ২৪ ঘণ্টায় মৃত্যু দেড়শোর কাছাকাছি চলে গেল। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (Corona Death) হয়েছে ১৪৪ জনের। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬। করোনায় রাজ্যে মোট মৃত্যু দাঁড়াল ১৩,১৩৭ জন। গত একদিনে রাজ্যে কোভিডে দৈনিক সংক্রমণ ১৯,৫১১ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন।গত ২৪ ঘণ্টায় ৬৬,৫৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। টেস্টের ৩১.৩২% রিপোর্ট পজেটিভ এসেছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। আরও পড়ুন: COVID 19: করোনা ঠেকাতে টিকা নিলেও মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, জারি সতর্কতা

গত ২৪ ঘণ্টায় রাজ্যের ৪৩,৪৫২ জনকে টিকাকরণ (Vaccination) করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২১১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৯৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন।

করোনায় মৃত্যুর সংখ্যা বাড়লেও টানা চারদিন পর দৈনিক নয়া আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নামল। জেলাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। কোভিডে মৃত্যু হওয়া ১৪৪ জনের মধ্যে উত্তর ২৪ পরগনা থেকেই মৃত্যু হয়েছে ৩৫ জনের। শহর কলকাতায় গত একদিনে ৩০ জন করোনায় মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার ২৭৯ জন আক্রান্ত হয়েছেন। দৈনিক হাজারের বেশি সংক্রমণের কেস এসেছে হাওড়া (১২৭৬ জন), দক্ষিণ ২৪ পরগনা (১২৫৭), হুগলি (১১৯৩), নদিয়া (১০৩৮) থেকে।

এদিকে,  দেশের বিভিন্ন রাজ্যের মত পশ্চিমবাঙলাতেও জারি হল লকডাউন (West Bengal Lockdown)। করোনা (Corona Virus) সংক্রমণে বাড়তে থাকায় শেষ অবধি লকডাউনের পথেই হাঁটতে বাধ্য হল রাজ্য সরকার। আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে লকডাউনের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় (Alapan Banerjee)। আগামিকাল, রবিবার ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন থাকবে। বন্ধ থাকবে মেট্রো, বাস। খোলা থাকবে হোম ডেলিভারি, ই-কমার্স। বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস। তবে ওষুধের দোকান ও চশমার দোকান খোলা থাকবে।