Plasma Therapy in India for Coronavirus (Photo Credits: PTI)

কলকাতা, ৭ জুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৮৭। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪ জন। পাশাপাশি কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। ফলে সব মিলিয়ে করোনার কারণে বাংলায় মৃতের সংখ্যা ৪০০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে করোনায় সুস্থতার সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৮৮ জন। রাজ্যে সুস্থতার হার ৪০.৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে পশ্চিম মেদিনীপুরে। জেলায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭ জন। সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতার। শহরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮৮ জনে। এরপরেই রয়েছে হাওড়া, আক্রান্তের সংখ্যা ৮৬০ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন আরও ২০ জন। আরও পড়ুন: Kolkata: বিজেপিতে যোগ দিতে চলেছেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার?

এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা সংক্রমণ জারি রয়েছে। পজিটিভ ১১ জন চিকিৎসক। ২ জন ল্যাব টেকনিশিয়ানও করোনা আক্রান্ত। সব মিলিয়ে কোয়ারান্টিনে ৩৫ জন চিকিৎসক ও ৪৫ জন নার্স। আপাতত সাধারণ রোগী ভর্তি বন্ধ রাখাা হয়েছে। শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীদের ভর্তি করা হবে।