নেপালে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে আটকে পড়া পর্যটকদের সহায়তায় হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ। দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি অথবা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চাইলে, সহায়তার জন্য মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করল বাংলার পুলিশ। আটকে পড়া পর্যটকদের হোয়াটসঅ্যাপ নম্বর : ৯১৪৭৮৮৯০৭৮ অথবা ল্যান্ডলাইন নম্বর: ০৩৫৪-২২৫২০৫৭ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা নেপাল থেকে দেশে ফিরতে চাইছেন, তাঁদের পশুপতি চেকপোস্ট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা গেছে কর্মসূত্রে নেপালে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের বেশ কিছু পরিবার। দাসপুর, গোপালপুর, কোটালপুর, গোপীনাথপুর সহ বেশ কয়কটি গ্রামে মানুষ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রয়েছেন নেপালে। বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিন্তিত নেপালে কর্মসূত্রে থাকা ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন। নেপাল থেকে সরাসরি পরিবারের লোকজনকে অনলাইন কল ও ভিডিও কলের মাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছেন। কেও কেও জানান এখন যোগাযোগ করা যাচ্ছে না,যারফলে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকজনের।বাঙালির সব থেকে বড় উৎসব দূর্গাপূজোয় বাড়ি আসার কথা তাদের, কিন্তু এই পরিস্থিতিতে। তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়েও সংশয় রয়েছে।পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে।
নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য রাজ্য পুলিশের Helpline
পশ্চিমবঙ্গ পুলিশ নেপালে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, সহায়তার জন্য অনুগ্রহ করে নিচে…
— West Bengal Police (@WBPolice) September 10, 2025
সূত্রের খবর, আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে নেপালের সেনার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। পাশাপাশি নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান নেপালে পাঠানোর প্রস্তুতি চলছে, যাতে পর্যটক ও খেলোয়াড়-সহ আটকে থাকা নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা যায়।