কলকাতা: জল্পনা একটা চলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ হওয়ার পরই পঞ্চায়েত ভোটের দিনক্ষণের কথা ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি মুখ্য রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) পদে রাজীব সিনহাকে (Rajiva Sinha) বসানো হতেই কাউন্ট ডাউন শুরু হয়ে গেছিল যে ভোটের দিনক্ষণ ঘোষণার বিষয়টি শুধুমাত্র আর সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান হল।
সদ্য নিযুক্ত পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat election) অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন হবে এক দফায় (single phase)। এর ফলে মাত্র এক মাসের ব্যবধান অনুষ্ঠিত হতে চলে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন।
West Bengal Panchayat election will take place on 8th July. The election will take place in a single phase: Rajiva Sinha, State Election Commissioner pic.twitter.com/Lrye8zyEfX
— ANI (@ANI) June 8, 2023
এই বিষয়ে আগেই বিভিন্ন জনসভা থেকে দাবি করছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছিলেন যে কাছের লোক রাজীব সিনহাকে ক্ষমতায় বসিয়ে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের ছক কষছে তৃণমূল সুপ্রিমো। রাজ্য পুলিশের সাহায্যে রাজ্যে রক্তগঙ্গা বইয়ে দিয়ে ফের পঞ্চায়েতের ক্ষমতা দখল করার চেষ্টা করছে তারা। এই বিষয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। আরও পড়ুন: Rujira Banerjee: কয়লা পাচার কাণ্ডে জেরার মুখোমুখি হওয়ার পর ইডি অফিস থেকে বেরোলেন রুজিরা, দেখুন ভিডিয়ো