Ashok Bhattacharya. (Photo Credits: Facebook)

শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারি: শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ভোটে পরাজিত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। শিলিগুড়িতে তৃণমূলের জয় নিশ্চিত হতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে মেয়র হিসেবে ঘোষণা করলেন  মমতা বন্দ্যোপাধ্যায়।   মেয়র হিসেবে প্রথমে ভোটে লড়তে না চাইলেও দলের অনুরোধে ভোটে লড়েছিলেন অশোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও তাঁকে ভোটে লড়তে অনুরোধ করেছিলেন। তবে প্রচারে সাড়া পেলেও, ভোটে হারলেন তিনি। রাজ্যের এক সময়ের দাপুটে মেয়র নিজের ওয়ার্ডে হারলেন ৩০০ ভোটে। ভোটে হারের পর অশোক ভট্টাচার্য দলের বিপর্যয় স্বীকার করে বললেন, "আমাদের রাজনৈতিকভাবে মানুষ প্রত্যাখান করেছে। আমাদের যে ভোটটা বিজেপি-র কাছে চলে গিয়েছিল, সেই ভোট আমাদের কাছে না ফিরে তৃণমূলে চলে গিয়েছে।'' তবে এরপর তিনি বলেন, আমরা হারলেও হতাশায় ঘরে বসলে চলবে না। আমাদের আরও লড়তে হবে।"

দেখুন টুইট

এদিকে, ১২ নম্বর ওয়ার্ডে হেরে গিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া নান্টু পালও।  অধিকাংশ ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা এগিয়ে। বিজেপি কিছু ওয়ার্ডে তৃতীয় স্থানে রয়েছে। আরও পড়ুন -  রাজ্যের চার পুরনিগমের ফলের লাইভ আপডেট

এক নজরে শিলিগুড়ির ফল ২০২২

মোট ওয়ার্ড: ৪৭

তৃণমূল জয়ী/এগিয়ে: ১১

বামফ্রন্ট জয়ী/এগিয়ে: ২

বিজেপি জয়ী/এগিয়ে: ৩

কংগ্রেস জয়ী/এগিয়ে: ১

অন্যানরা জয়ী/এগিয়ে: ০

শিলিগুড়ি পুরনিগমের ফল ২০১৫

মোট ওয়ার্ড: ৪৭

তৃণমূল জয়ী: ১৭

বামফ্রন্ট জয়ী: ২৩

বিজেপি জয়ী: ২

কংগ্রেস জয়ী: ৪

অন্যানরা জয়ী:১