কলকাতা, ২১ জুলাই: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক (West Bengal HS Class 12 Result)। পরীক্ষা না হলেও প্রকাশ পেতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। আগামিকাল, বৃহস্পতিবার ২২ জুলাই আগামী ২২ জুলাই দুপুর ৩ টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশিত হতে চলেছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। পরদিন, মানে শুক্রবার, ২৩ জুলাই সকাল ১১টা থেকে মার্কশিট ও অন্যান্য শংসাপত্র সংগ্রহ করা যাবে।
বিকেল ৪টে থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in এবং ww.exametc.com,www.results.siksha, www.westbengal.shiksha ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে WB <রোল নম্বর> , পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এবার থেকে সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।