কলকাতা, ২০ ডিসেম্বর: এবার দুয়ারে সরকারে পাওয়া যাবে চাকরির দিশাও। যুবক–যুবতীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই জানুয়ারি মাস থেকে ‘দুয়ারে সরকার’ শিবিরে এই উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এমনকী কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ‘প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে আরও সংখ্যা বৃদ্ধি পাবে।’
মন্ত্রীর সংযোজন, একাধিক বেসরকারি সংস্থাকে এই উদ্যোগে সামিল করা হয়েছে। প্রশিক্ষণ দেবে তারাই। যাঁরা প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করবেন, তাঁদের কোনও টাকা জমা দিতে হবে না। বরং সংশ্লিষ্ট সংস্থাই তাঁদের ভাতা হিসেবে কিছু টাকা দেবে। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ হলে কাজের নিশ্চয়তাও থাকছে। আরও পড়ুন: Winter In West Bengal: হাড় কাঁপানো উত্তুরে হাওয়ায় আজ মরশুমের শীতলতম দিন
কারিগরি শিক্ষা দফতর ‘আমার কর্মদিশা’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। যার মাধ্যমে যুবক–যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে চাকরির উপযোগী করে তোলা হবে। ‘দুয়ারে সরকার’ শিবিরে থাকা কর্মীরা এই অ্যাপের সাহায্যেই কর্মসংস্থানের ব্যাপারে জানাবেন। প্রতিটি জেলার দায়িত্বে থাকছেন একজন প্রজেক্ট ম্যানেজার।
অন্যদিকে, শীতে কাবু গোটা দেশ, তার সঙ্গে জুড়ে গেছে পশ্চিমবঙ্গ। ধুন্ধুমার ব্যাটিং করছে শীত। উত্তুরে হাওয়া একেবারে লাপালাফি করে হাড়ে কাঁপুনি ধরিয়েছে। রবিবারের সকাল থেকেই ঠান্ডায় জমে যাচ্ছে বাঙালি। রোদ্দুরে পিঠ দিয়ে কমলালেবু খাওয়ার দিন এসে গেছে। বড়দিনের আগে পিকনিকের মেজাজে কাঁপছে গোটা রাজ্য।