Winter In West Bengal: হাড় কাঁপানো উত্তুরে হাওয়ায় আজ মরশুমের শীতলতম দিন
Winter (Representational Image Only)

কলকাতা, ২০ ডিসেম্বর:  পৌষের শীত একেবারে জাঁকিয়ে পড়েছে, হাড়ে হাড়ে ঠোকাঠুকি দিয়ে বাঙালি বেশ বুঝছে হাড় কাঁপানো ঠান্ডা কাকে বলে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম। একই ভাবে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি নেমে হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ আজ সোমবার রাজ্যের আকাশ থাকবে একদম ঝকঝকে। রোদ্দুরের সঙ্গে বইবে উত্তুরে হাওয়া। আর রাজ্যে এ বছরের শীতলতম দিন আজই।  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যখন এতটা নিম্নমুখী তখন জেলার তাপমাত্রা নামবে খুব স্বাভাবিক, আসানসোল, শান্তিনিকেতন, পুরুলিয়া, বাঁকুড়ার মানুষ ঠান্ডায় কম্পমান। উত্তরের অবস্থাও বেশ সঙ্গীন। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩-এর মধ্যে ঘোরাফেরা করছে। আরও পড়ুন-KMC Poll 2021: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে ফেলল পুলিশ

শীতে কাবু গোটা দেশ, তার সঙ্গে জুড়ে গেছে পশ্চিমবঙ্গ। ধুন্ধুমার ব্যাটিং করছে শীত। উত্তুরে হাওয়া একেবারে লাপালাফি করে হাড়ে কাঁপুনি ধরিয়েছে। রবিবারের সকাল থেকেই ঠান্ডায় জমে যাচ্ছে বাঙালি। রোদ্দুরে পিঠ দিয়ে কমলালেবু খাওয়ার দিন এসে গেছে। বড়দিনের আগে পিকনিকের মেজাজে কাঁপছে গোটা রাজ্য।