রাজ্যপাল জগদীপ ধনখর ও মমতা ব্যানার্জি (facebook)

কলকাতা, ৭ এপ্রিল: কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) প্রশাসক নিয়োগ রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত চরমে উঠল। কলকাতা পৌরনিগমে প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখর (Governor Jagdeep Dhankhar)। কলকাতা পৌরনিগমে প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞন্তি সম্পর্কে তিনি অন্ধকারে বলে তিনি দাবি করে টুইট করছেন। প্রথমে অবিলম্বে মুখ্য সচিবকে সেই নোটিফিকেশন পাঠানোর কথা বলেন তিনি। যদিও সাড়া ন পেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) থেকে সেই নোটিফিকেশন চেয়ে পাাঠিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে প্রথমে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখর। টুইট করে তিনি বলেন, "কলকাতা পৌরনিগম সংক্রান্ত ৬ মে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি পৌঁছায়নি রাজভবনে। দ্রুত বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে হবে। সব মিডিয়ার কাছে সেই বিজ্ঞপ্তি কপি আছে।" রাজ্যপাল লেখেন, "মুখ্যসচিবকে বলেছি দ্রুত নোটিফিকেশন আমার কাছে পাঠাতে। সেই সঙ্গে প্রক্রিয়া সম্পর্কে জানাতে বলেছি। আমার নামে নির্দেশিকা। কিন্তু আমি কিছুই জানি না। কোনও আলোচনা নেই, খবর নেই। কোথায় যাচ্ছি আমরা? সংবিধান মেনে চলতে হবে। কেন্দ্রীয় নির্দেশিকা অমান্য করা খুবই দুর্ভাগ্যজনক। মানুষের জন্য আইন অনুযায়ী কাজ করতে হবে।" আরও পড়ুন: Mother's Day 2020: করোনার আবহে ভারতে জন্মাবে ২ কোটি শিশু, জানাল UNICEF

এরপর বিকেলে রাজ্যপাল আরও একটু টুইট করেন। তাতে তিনি লেখেন, "মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ায় মুখ্যমন্ত্রীরর কাছে কলকাতা পৌরনিগম সংক্রান্ত অর্ডার সম্পর্কে জানতে চেয়েছি। সংবিধানের ১৬৭ অনুচ্ছেদ মোতাবেক মুখ্যমন্ত্রীর "কর্তব্য" রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।"