কলকাতা, ২৬ জানুয়ারি: কলকাতায় রেড রোডে (Red Road) আজ পালিত হল ৭১-তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। কুচকাওয়াজ, সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয় অনুষ্ঠান। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি কাটিয়ে এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে। এমনকি শুভেচ্ছা বিনিময়ও করেন।
বহুদিন ধরে মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য চা, কফি খেতে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী কথা রাখেন নি। বারবার তাঁকে ফিরিয়ে দিয়েছেন। এরপর অপমানবোধ, রাগ করা, ক্ষোভ সবটাই দেখিয়েছেন রাজ্যপাল। তবে আজকের চিত্র ছিল পুরোপুরিই আলাদা। প্রজাতন্ত্র দিবসের সকালে দুজনকে দারুন মেজাজে দেখা যায়। যা দেখে অবাক রাজনৈতিকমহল থেকে রাজ্যবাসী। এমনকি আজ বিকেলে রাজভবনে চায়ের অনুষ্ঠানে যোগ দিতেও আহ্বান করেছেন রাজ্যপাল। আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবসের সকালে পরপর পাঁচটি বিস্ফোরণ কেঁপে উঠল অসম
West Bengal Governor Jagdeep Dhankhar greeted Chief Minister Mamata Banerjee after #RepublicDay celebrations in Kolkata. The Governor also invited her for a tea party today at the Raj Bhavan. https://t.co/TjXLkqI4Ix pic.twitter.com/ucz8aasuec
— ANI (@ANI) January 26, 2020
প্রতিবছরের মত এবছরও রেড রোডে জাঁকজমকভাবে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজে মুখরিত হয় কলকাতা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ১০টি ওয়াচ টাওয়ার ছিল শহরে। পাশাপাশি নিরাপত্তার জন্য অনুষ্ঠানের সময় বন্ধ রাখা হয়েছিল রেডরোড। কিছুদিন আগে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং জগদীপ ধনখর। সেখানে প্রশাসনিক দায়িত্ব মেনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ বাদবিবাদের পর সেই মঞ্চেই একসঙ্গে দেখা গেছিল রাজ্যপাল-মুখ্যমন্ত্রীকে। আর তারপর এই দ্বিতীবার। কিন্তু আলোচনা এখনও হয়নি।