কলকাতা: বৃহস্পতিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হোস্টেলের সামনে থেকে প্রথম বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। বাংলা অনার্সের ওই ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের তরফে অভিযোগ করা হয় সিনিয়র কিছু ছাত্র তাঁকে যৌন হেনস্থা করেছে। বিষয়টি নিয়ে সারাদিন ধরেই জলঘোলা চলছে। এর মাঝেই সন্ধ্যাবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে মৃত ছাত্রকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি হোস্টেলে গেছিলাম, সেখানে পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তাঁরা সবাই সুবিচার চাইছেন। সুবিচার (Justice) করা হবে। ওনারা আমাকে কিছু বিষয়ে জানিয়েছেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, ওনাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" আরও পড়ুন: Jadavpur University: হোস্টেলের ব্যালকনি থেকে পড়ে মৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র! উঠছে হেনস্থার অভিযোগ
দেখুন ভিডিয়ো:
#WATCH | Jadavpur University student death case: West Bengal Governor CV Ananda Bose says, "I went to the hostel, I discussed with the students... and also the teachers, they want justice. Justice will be done. They presented before me some of the basic issues here. We'll… pic.twitter.com/IzoXjVjQ8g
— ANI (@ANI) August 10, 2023