Jyotipriya Mallick: কেন্দ্র সরকারের 'এক দেশ, এক রেশন কার্ড' ব্যাবস্থা চালু করতে আপত্তি রাজ্য সরকারের
জ্যোতিপ্রিয় মল্লিক (Photo Credits: Twitter)

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: কেন্দ্রের আরেকটি প্রকল্পতে আপত্তি জানালো রাজ্য সরকার। ‘এক দেশ, এক রেশন কার্ড' (One Nation, One Ration Card) ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করতে ইচ্ছুক নয় পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিভেদের কারণেই এই প্রকল্প চালু করতে চায় না। বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একথা জানিয়ে দিয়েছেন। এই প্রকল্প অনুযায়ী, কার্ডটির সুবিধাভোগী ব্যক্তি দেশের যে কোনও প্রান্তে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কিনতে পারবেন। এই প্রকল্পের আওতায় যারা থাকবেন তারা যাতে কোনও দরিদ্রই রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত না হন। এমনকী, নিজের এলাকা ছেড়ে অন্যত্র গেলেও অনায়াসে রেশনের সুবিধা পাওয়া যাবে। তাই এই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার চালু করেছে।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘‘আমরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের ‘এক দেশ, এক রেশন কার্ড' সংক্রান্ত কোনও ইঙ্গিত পাইনি। এব্যাপারে তাদের সঙ্গে যুক্ত হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।'' কেন্দ্রের সঙ্গে মতপার্থক্যের কথা জানিয়ে তিনি জানান, রাজ্য এৱ মধ্যেই ডিজিটাল রেশন কার্ডের জন্য ২০০ কোটি টাকা খরচ করেছে। তিনি আরও বলেন, ‘‘কে আমাদের সেই টাকা ফেরত দেবে? আমরা এটা চালু করব না ।'' তিনি আরও বলেন, ‘‘এছাড়াও তহবিলের একটা বড় অংশ আমাদের কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়ার কথা। এটা ৬,০০০ কোটি টাকায় পৌঁছেছে।'' আরও পড়ুন, নারদা স্টিং অপারেশনের পুনরাবৃত্তি? পুরভোটের আগে তৃণমূলের 'ঘুষ' নেওয়ার ভিডিও প্রকাশ্যে

প্রসঙ্গত, কেন্দ্র সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জুন পর্যন্ত সময় দিয়েছে ‘এক দেশ, এক রেশন কার্ড' চালু করার জন্য। এরই মধ্যে দশটি রাজ্য— অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান‌, তেলেঙ্গানা ও ত্রিপুরা এই ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'-ও চালু করেনি রাজ্য। কেন্দ্রীয় সরকারের দাবি এই প্রকল্পের সাহায্যে ৫০ কোটি মানুষকে উপকৃত হবে। তবে রাজ্য সরকার ২০১৬ সাল থেকে একটি স্বাস্থ্য প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের নাম ‘স্বাস্থ্য সাথী।'