কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: বিজেপিতে (BJP) যোগ দিলেন ভারত ও বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda)। বুধবারই কলকাতায় একটি জনসভায় শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। মেদিনীপুরের ছেলে দিন্দার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক বেশ ভালো। আজই হুগলির ডানলপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগদান করেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর সঙ্গে যোগদান করেন একাধিক অভিনেতা ও অভিনেত্রী। হাতে তৃণমূলের পতাকা নিয়ে মনোজ মুখ্যমন্ত্রীকে অগ্নিকন্যা বলে অভিহিত করেন।
সূত্রের খবর, দু'- একদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি-তে যোগ দিতে পারেন আরও এক ক্রিকেটার। আরও পড়ুন: Manoj Tiwary Joins TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি
৩ ফেব্রুয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশোক দিন্দা। ভারতীয় দলের হয়ে ৯টি টি টোয়েন্টিতে দিন্দার সংগ্রহ ১৭ উইকেট। ২০১০ সালে সুযোগ পান একদিনের দলে। সেখানে ১৩ ম্যাচে দিন্দার শিকার ১২। টেস্ট দলে সুযোগ পেলেও প্রথম একাদশে সুযোগ পাননি দিন্দা।