দুদিন আগেই ডানলপের সাহাগঞ্জের মাঠে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার সেই মাঠেই প্রধানমন্ত্রীর করা আক্রমণের জবাব দিতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, এই ডানলপের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেবেন বিশিষ্ট ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বাংলার মানুষের সেবার জন্যই রাজনীতিতে আসতে চাইছেন মনোজ। তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথ ধরে উন্নয়নের কাজ করতে চান বলে জানিয়েছেন এই ক্রিকেটার। একুশের বিধানসভা ভোটকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। সেই নভেম্বর থেকে চলছে দল বদলের পালা। শাসকদল তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদানের যেন লাইন পড়েছে। সেই তালিকায় হেভিওয়েট শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় রয়েছেন। আরও পড়ুন-Sourav Ganguly On IND vs ENG 3rd Test: মোতেরায় ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট সিরিজে থাকছেন না, টুইটে মন খারাপ সৌরভের
তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের বিশেষ বন্ধু অভিনেতা যশ দাশগুপ্তের রাজনৈতিক হাতেখড়ি হল পদ্মশিবিরের হাত ধরেই। শোনা যাচ্ছে বারুইপুরের এক হোটেলে বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ও মুকুল রায়ের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাৎ হয়েছে। দুই তরফ একে সৌজন্য সাক্ষাৎ বললেও ফের বাংলার রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন। এদিকে দলবদলের শুরুটা হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু নিজেই নন, অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া দলের সেই সভায় হাফ ডজন তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শিশির-পুত্র শুভেন্দু। পরে দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন ভাই সৌমেন্দু অধিকারীও। বেসুরো গাইছেন শুভেন্দুর আরও এক ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও। তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে।
A new journey begins from today. Need all your love & support. From now onwards this will be my political profile on Instagram.https://t.co/uZ9idMW7lD
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 24, 2021
বাংলার জননেত্রী @MamataOfficial-এর নেতৃত্বে উন্নয়নের জোয়ারে সামিল হতে আজ @AITCofficial পরিবারে যোগদান করলেন প্রখ্যাত ক্রিকেটার শ্রী @tiwarymanoj!
সব মুখে একটাই রায়, বাংলা নিজের মেয়েকেই চায়!#ManojTiwary #BanglaNijerMeyekeiChay #MamataBanerjee #Didi #BanglarGorboMamata pic.twitter.com/tE8JeG93ci
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) February 24, 2021
ঘণ্টাখানেক আগে এক টুইট বার্তায় মনোজ তিওয়ারি জানান, আজ থেকে নতুন যাত্রা শুরু হচ্ছে। এই সূচনালগ্নে সকলের ভালবাসা ও সমর্থন চাই। আজ থেকে এটাই হবে ইনস্টাগ্রামে আমার রাজনৈতিক প্রোফাইল