কলকাতা, ৬ অগাস্ট: এক নাগাড়ে বৃষ্টি (Heavy Rain)। তার জেরেই বন্যায় বাসছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। খানাকুল, উদয়নারায়ণপুর, আমতা, ঘাটালের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। বন্যার জেরে পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কয়েকটি জেলার পরিস্থিতি যখন, সেই সময় ঘাটাল থেকে এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী (NDRF)। বন্যার জল পেরিয়ে ঘাটাল থেকে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলাকারী বাহিনীর সদস্যরা। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে ওই ভিডিয়ো প্রকাশ করা হয়।
#WATCH | NDRF team safely rescued a pregnant woman following a distress call in Ghatal area of West Bengal, early this morning. pic.twitter.com/vZ21DIbYj0
— ANI (@ANI) August 6, 2021
এদিকে ঘাটালের (Ghatal) পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় সম্প্রতি সেখানে যান তৃণমূল কংগ্রেসের অভিনেতা সাংসদ দেব। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান পাশ না হলে, সেখানকার মানুষের এই জল যন্ত্রণা কাটবে না।
আরও পড়ুন: Farhan Akhtar: অলিম্পিক নিয়ে ট্যুইট, ভুল খবরে জোরাল সমালোচনার মুখে ফরহান আখতার
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হলে পাশ কপানো যাবে না ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান পাশ না হলে, এই অঞ্চলের মানুষকে প্রত্যেকবার দুর্যোগ পোহাতে হবে বলেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেব।