Farhan Akhtar: অলিম্পিক নিয়ে ট্যুইট, ভুল খবরে জোরাল সমালোচনার মুখে ফরহান আখতার
কটাক্ষের মুখে ফারহান

মুম্বই, ৬ অগাস্ট: দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিকে পদক জয় করেছে পুরুষদের হকি দল। ফলে পদক জয়ের পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন মনপ্রীতরা। পুরুষ হকি দলের জয়ের পর তাদের শুভেচ্ছা না জানিয়ে মহিলা হকি দলকে শুভেচ্ছা জানালেন ফারহান আখতার (Farhan Akhtar)। আর তাতেই কটাক্ষের মুখে বলিউড (Bollywood) অভিনেতা।

অলিম্পিকে পুরুষ হকি দলের ( Tokyo Olympics 2020) ব্রোঞ্জ জয়ে ফারহান কীভাবে 'গো গার্ল' বলে মহিলা হকি দলকে শুচ্ছা জানালেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। এমনকী, ফারহান আখতারকে আলিয়া ভাটের দ্বিতীয় সংস্করণ বলেও কটাক্ষ করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, অতিরিক্ত গাঁজার নেশার জেরেই ফারহানের এই অবস্থা। সবকিছু মিলিয়ে পুরুষ হকি দলের পদক জয়ের পর ফারহান যেভাবে মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন, তা নিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Tathagata Roy: কেন্দ্রের বিরুদ্ধে এত অভিযোগ কেন, রাজ্যের বিরুদ্ধে ফের সুর চড়ালেন তথাগত

 

যদিও ফারহান আখতার এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।