করোনাভাইরাস (Photo Credits: IANS)

কলকাতা, ৯ জুন: বাংলায় করোনা (Coronavirus) আক্রমণে যেন রাশ টানছেই না। তবে কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা আগের থেকে কমেছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। ফলে রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৮৫ জন। এর এক-তৃতীয়াংশ কলকাতায় (Kolkata)।

গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাক্রান্তের মৃত্যু হয়েছে এই রাজ্যে। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জন। এর মধ্যে ২৬৫ জনই কলকাতার।করোনার লড়াইয়ে সুস্থও হয়ে উঠেছেন অনেকেই। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আরও ১৫৫ জন। ফলে এখনও পর্যন্ত ৩,৬২০ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। এটি মোট আক্রান্তের ৪০.২৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৯৫০ জন। আরও পড়ুন, একদিনে সর্বাধিক সংক্রমণ, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮

এদিকে গোটা দেশে একদিনে সর্বোচ্চ হারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India)। সোমবার সারা দিনে দেশে নতুন করোনা রোগী ৯ হাজার ৯৮৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্ত এখন ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। দেশে কোভিড-১৯ মারা গিয়েছেন সাত হাজার ৪৬৬ জন। দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫২৮ জন। এর মধ্যেই সেখানে ৩ হাজার ১৬৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।