কলকাতা, ১৯ মে: মঞ্চ প্রস্তুত থাকলেও, তাল কাটছে। কর্ণাটকে কংগ্রেসের বিজয়ের শপথ মঞ্চে দেশের বিরোধী দলের নেতাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী জোটের অন্যতম কারিগর খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় আগামিকাল, শনিবার কর্ণাটকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহন অনুষ্ঠানে থাকছেন না। ক দিন আগে জোটের বার্তা দেওয়া মমতা কি এড়িয়ে গেলেন কংগ্রেসী মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান? উঠছে প্রশ্ন।
কংগ্রেস আমন্ত্রণ জানালেও কর্ণাটকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, শুক্রবার রাতে মমতা আমন্ত্রন পত্র পান। শনিবার অন্য গুরুত্বপূর্ণ কাজ থাকায় মমতা কর্ণাটকে সিদ্দারামাইয়ার শপথে যাচ্ছেন না বলে খবর। তিনি না গেলেও অবশ্য কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের প্রতিনিধি পাঠাচ্ছেন দিদি। তবে মমতার নিজের হাজির থাকা, আর প্রতিনিধি পাঠানোর মধ্যে অনেক ফারাক থাকছে।
দেখুন টুইট
Breaking:
WB CM #MamataBanerjee won’t be attending #Siddaramiah’s oath taking ceremony due to pre-scheduled work on Saturday.
She has accepted the invite last evening & will send a representative from #TMC to attend the function in Bengaluru.
— Sreyashi Dey (@SreyashiDey) May 19, 2023
প্রসঙ্গত, ১৩৬টি আসনে জিতে কর্ণাটকে ক্ষমতায় আসে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোর প্রচার সত্ত্বেও বিজেপিকে দক্ষিণের এই রাজ্যে কার্যত উড়িয়ে দেয় কংগ্রেস। কংগ্রেসের জয়ে দেশের বিরোধী দলগুলিকে মনোবল বাড়িয়েছে। কারণ ২০২৪ লোকসভা নির্বাচনে মোদীর এক তরফা জয়ের সম্ভাভাবনায় অনেকটাই ধাক্কা দিয়েছে কর্ণাটকে কংগ্রেসের বড় জয়। মমতা দিন তিনেক আগে কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দেন। তবে মমতার শর্ত দেন, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে না কংগ্রেস, তা হলে তিনি অন্য কোথাও কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন না। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূল সুপ্রিমোর প্রস্তাব খারিজ করে জানান, কংগ্রেস বাংলায় শাসদ দলের বিরুদ্ধে লড়বে।