কলকাতা, ১৪ সেপ্টেম্বর: হিন্দি দিবসে (Hindi Diwas) দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ উৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা জানানোর রীতিকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেন বাংলার দিদি৷ তবে এবারের ব্যাপারটা একবারেই আলাদা৷ সামনেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন৷ ১৪ সেপ্টেম্বর হিন্দি দিবসে তাই মমতার শুভেচ্ছা বার্তা এল হিন্দিতেই৷ সাধারণত হিন্দি দিবসের শুভেচ্ছা ইংরেজিতেই জানান তৃণমূল সুপ্রিমো৷ এবথর সেখানে শুভেচ্ছাবার্তা লিখলেন হিন্দিতে৷ উপনির্বাচনের আগে এই ঘটনা যে তাৎপর্যপূর্ণ, তা এককথায় মেনে নেবেন রাজনৈতক বিশেষজ্ঞরা৷ ভবানীপুর কেন্দ্রের মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা তিবরেওয়াল৷ এমনিতেই দক্ষিণ কলকাতার এই এলাকায় অবাঙালিদের বসবাসই বেশি, স্বাভাবিক ভাবে তাঁরে হিন্দু হরফে শুভেচ্ছা জানানোর হেতুটা স্পষ্ট৷ আরও পড়ুন-West Bengal Monsoon: নিম্নচাপের গেরোয় দিনভর বৃষ্টিতে ভিজবে রাজ্য
হিন্দি দিবসে মমতার টুইট
हिन्दी दिवस के अवसर पर सभी देशवासियों एवं हिन्दी भाषा के विकास में अपना योगदान दे रहे सभी भाषाविदों को बहुत-बहुत शुभकामनाएं।
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2021
গত ১০ তারিখে গণেশ চতুর্থী শুভেচ্ছাও হিন্দি হরফে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলাবাহুল্য, সেদিনই তিনি ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন৷ অবাঙালি ভোট টানতে মমতার এই উদ্যোগ রীতিমতো চোখে পড়ছে৷ তাছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তাঁকে মাথায় রাখতে হচ্ছে৷ জাতীয় স্তরের রাজনীতিতে যখন তিনি একমাত্র মুখ, তখন হিন্দিকে তো আপন করে নিতেই হবে৷ এমনিতে সভামঞ্চে দাঁড়িয়ে হিন্দিতে বক্তৃতা দেওয়া মমতার কাছে নতুন ঘটনা নয়৷ তবে হিন্দি দিবসে হিন্দি গরফে শুভেচ্ছা নতুন ও অভিনব বইকি৷