কলকাতা: ১৩ ডিসেম্বর বুধবার সংসদে নিরাপত্তা লঙ্ঘনের (Parliament Security Breach) ঘটনা ঘটে। তার ঠিক চারদিন পর এই বিষয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার সঙ্গে বাংলার কোনও যোগ নেই বলেও দাবি করলেন রবিবার দুপুরে। আরও পড়ুন: Baruipur: বারুইপুরে খুন তৃণমূল কর্মী, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মার, ছুরির কোপ
সংসদের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এটা নিরাপত্তার ত্রুটি (security lapse)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home minister) ইতিমধ্যেই তা স্বীকার করেছেন। এটা যে অত্যন্ত গুরুতর বিষয় (very serious matter) তাতে কোনও সন্দেহ নেই। এখন কেন্দ্রীয় সরকার বিষয়টি তদন্ত (investigate) করে দেখুক।"
মূল চক্রী ললিত ঝা-র সঙ্গে বাংলার কোনও যোগ নেই বলে দাবি করে বলেন, "এর সঙ্গে বাংলার কোনও যোগ নেই। ঝাড়খন্ড বা অন্য কোথায় আছে আমি জানি না। বিষয়টার নিরপেক্ষ তদন্ত হোক। বিজেপির চিরকাল কাজ হচ্ছে বাংলার দুর্নাম করা। আমরা এরকম গুরুতর নিরাপত্তার বিষয় নিয়ে কোনও আবোল-তাবোল মন্তব্য করি না। এই ঘটনার সঠিক তদন্ত করে দেখা হোক।" আরও পড়ুন: Dilip Ghosh Attacks Mamata Banerjee: মোদি-মমতা বৈঠক নিয়ে কী বললেন দিলীপ ঘোষ! ভিডিয়োতে শুনুন বিজেপি সাংসদের বক্তব্য
দেখুন ভিডিয়ো:
VIDEO | "It is a security lapse and the Union Home minister has already admitted that. This is a very serious matter and there is no doubt about it. Let them (central government) investigate the matter," says West Bengal CM @MamataOfficial in response to a media query on Lok… pic.twitter.com/QwJpeD5ePm
— Press Trust of India (@PTI_News) December 17, 2023