কলকাতা: আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee)। বৈঠকে রাজ্যের বকেয়া থাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকার (central schemes funds) জন্য দরবার করার কথা তাঁর। যা নিয়ে ফের সিপিএম ও কংগ্রেস সেটিং তত্ত্বের উল্লেখ করছে। এর মাঝেই রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh)। আরও পড়ুন: MGNREGA: মোদি-মমতার বৈঠকের দিনই কলকাতায় মনরেগায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিজেপির
এপ্রসঙ্গে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government) বারবার বলছে রাজ্যের বকেয়া থাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু, যখন তাদের এখনও পর্যন্ত প্রাপ্ত টাকার হিসেব দিতে বলা হচ্ছে তখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) বিক্ষোভ দেখাতে শুরু করছে।" আরও পড়ুন: Sujay Krishna Bhadra: পিজি হাসপাতালের দেওয়া সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন ইডির
দেখুন ভিডিয়ো:
VIDEO | "West Bengal government is repeatedly saying that Centre is not giving funds (related to central schemes) but when asked to give information regarding the amount of money received so far, they (TMC) start doing protests," says BJP leader @DilipGhoshBJP on CM Mamata… pic.twitter.com/KxOuOq7HIJ
— Press Trust of India (@PTI_News) December 17, 2023