Sujay Krishna Bhadra: পিজি হাসপাতালের দেওয়া সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন ইডির
Photo Credits: IANS

কলকাতা: কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বর পরীক্ষা (voice sampling test) নিয়ে টানাপোড়েন চরমে উঠেছে। এর মাঝেই শুক্রবার পিজি হাসপাতালের (S.S.K.M. Medical College & Hospital) দেওয়া সুজয়কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট (medical report) নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রশ্ন তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আরও পড়ুন: Burdwan Station Tragedy: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনার জের, রেলের বিরুদ্ধে FIR মৃতের স্বামীর

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে স্বাস্থ্য অবনতির কারণ দেখিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদন করেন তার আইনজীবী। এর বিরোধিতা করে ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি জানান, এখনও পর্যন্ত ভদ্রের সঠিক শারীরিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ভাবে কিছুই বোঝা যাচ্ছে না। বিশেষ করে কন্ঠস্বরের পরীক্ষা দেওয়ার জন্য সুজয়কৃষ্ণ শারীরিক ভাবে সক্ষম কিনা তাও জানা যায়নি।

এই মন্তব্য করার পাশাপাশি একটি সংবাদ মাধ্যমের বিশেষ ভিডিয়ো ফুটেজের কথাও উল্লেখ করেন তিনি। যে ফুটেজে ভদ্রকে পিজি হাসপাতালের একটি বেডে বসে পা নাচিয়ে হাসতে দেখা গেছে। ইডির আইনজীবী ওই ভিডিয়ো ফুটেজটি অবিলম্বে আদালতে জমা দেওয়ার জন্য বিচারপতিকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন। জানান যে কলকাতার একটি বিশেষ আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা এখনও ভদ্রের গলার স্বর পরীক্ষা করতে পারেননি বলেও উল্লেখ করেন।

এপ্রসঙ্গে এডুলজি বিচারপতিকে জানান, আদালতের নির্দেশ মেনে পিজি হাসপাতাল কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল যে ভদ্রকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে গলার স্বর পরীক্ষা করতে। তখন পিজির তরফে সম্মতি দেওয়া হলেও যখন সুজয়কৃষ্ণকে সেখান থেকে আনতে যাওয়া হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তকে কার্ডিওলজি বিভাগের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানায়। আরও পড়ুন: Shahi Panja Attacks Amit Shah: 'সংসদে নিরাপত্তা লঙ্ঘনের দায় অমিত শাহের', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন শশী পাঁজা