কলকাতা: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের (Parliament security breach) যে ঘটনা ঘটেছে। তার সম্পূর্ণ দায় (full responsibility) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বলে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী ডাঃ শশী পাঁজা (TMC leader Shahi Panja)। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে দাবি করছেন অমিত শাহ। আরও পড়ুন: Burdwan Station Tragedy: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনার জের, রেলের বিরুদ্ধে FIR মৃতের স্বামীর
তা নিয়ে কথা বলতে গিয়ে শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ডাঃ পাঁজা বলেন, "এই ঘটনার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া উচিত। তাঁকে ব্যাখ্যা করতে হবে কেন অন্যান্য দিন ৩০০ জন নিরাপত্তা রক্ষী থাকলেও ১৩ ডিসেম্বরে শুধুমাত্র ১৭৬ জন ছিলেন। যে ঘটনা ঘটেছে তা আমাদের জাতীয় ও আন্তর্জাতিক লজ্জার (shame) কারণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।" আরও পড়ুন: Burdwan Station Tragedy: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনার জের, রেলের বিরুদ্ধে FIR মৃতের স্বামীর
দেখুন ভিডিয়ো:
#WATCH |Kolkata: On Home Minister Amit Shah slamming opposition for doing politics over Parliament security breach, TMC MP Shahi Panja says, “Home Minister Amit Shah shall be taking full responsibility for the incident. He needs to explain why there were only 176 security… pic.twitter.com/2MqQKJ1c62
— ANI (@ANI) December 15, 2023