Amitabh Bachchan Birthday: বলিউড তথা ভারতীয় সিনেমার মহাতারকা অভিনেতা অমিতাভ বচ্চনের আজ, শনিবার ৮২তম জন্মদিন। বিগ বি-র জন্মদিনে শুভেচ্ছার ঢেউ আছড়ে পড়েছে। সোশ্য়াল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হচ্ছে। এরই মাঝে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। অমিতাভ ও তাঁর স্ত্রী জয়া বচ্চনকে আমাদের উৎসব পরিবার-এর সদস্য বলেও অ্যাখা দেন মুখ্যমন্ত্রী মমতা। তবে শুধু শুভেচ্ছা নয়, বিগ বি-র সঙ্গে তাঁর একটা বিষয়ের মিলের কথা বলে এক্স প্ল্যাটফর্মে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা।
দেখুন অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মুখ্যমন্ত্রী মমতা
এক্স পোস্টে অমিতাভ বচ্চনকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা লিখলেন, " আপনার দীর্ঘায়ু, সুস্থতা, সুখী জীবন ও আরও অনেক অনুপ্রেরণামূলক বছরের কামনা করি।" এরপর মমতা লেখেন, "১৯৮৪ সালে আমি আর অমিতাভজি দুজনেই প্রথমবারের মতো দেশের সংসদের সদস্য হই। তখন থেকেই অমিতাভ জির সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, আমি তা হৃদয় দিয়ে মনে রাখি। আমাদের জন্য বিশেষ গৌরবের বিষয় যে, তিনি এবং জয়া জি 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে' তাদের মাধুর্যময় উপস্থিতির মাধ্যমে আমাদের বহুবার সমৃদ্ধ করেছেন। তারা আমাদের উৎসব পরিবার-এর সদস্য।"
দেখুন অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে এক্স প্ল্য়াটফর্মে কী লিখলেন মুখ্যমন্ত্রী মমতা
Wishing the legendary Amitabh Bachchan Ji a very happy birthday!
May you be blessed with continued good health, happiness, and many more inspirational years for us all.
I cherish the affectionate relationship I share with Amitabh ji since 1984 when we both became first-time…
— Mamata Banerjee (@MamataOfficial) October 11, 2025
১৯৮৪ লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে দুজনেই প্রথমবার সাংসদ হয়েছিলেন
প্রসঙ্গত, ১৯৮৪ লোকসভা নির্বাচনে অমিতাভ বচ্চন কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের এলাহাবাদ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন। বিগ বি তাঁর চিত্রতারকার ইমেজ ও কংগ্রেসের সংগঠনের ওপর ভর করে প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনাকে পরাজিত করে প্রায় ৬৮.২% ভোট পেয়ে জয়ী হন, যা এখনও দেশের নির্বাচনের ইতিহাসে অন্যতম বৃহত্তম জয়ের মার্জিন হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৯৮৪ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৮৪ লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে দুজনেই প্রথমবার সাংসদ হয়েছিলেন। পরে অবশ্য অমিতাভ রাজনীতি ছেড়ে ভারতীয় সিনেমার সর্বকালের সেরা তারকাদের তালিকায় ঢুকে পড়েছেন, আর সেখানে মমতা কংগ্রেস ছেড়ে নিজের দল গড়ে এখন ১৪ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায়।