আইপিএল ২০২৪ (IPL 2024)-এ চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রবিবার চিপকে ফাইনালে সান রাইজার্স হায়দরাবাদ-কে উড়িয়ে দিয়ে তাদের তৃতীয় আইপিএল খেতাবটা জিতল নাইট রাইডার্স। ২০১২, ২০১৪-র পর ফের আইপিএলের ট্রফি এল কলকাতায়। নাইটদের আইপিএল খেতাব জয়ের পরই অভিনন্দন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (আগে নাম ছিল টুইটার) প্ল্যাটফর্মে মমতা লিখলেন, " কলকাতা নাইট রাইডার্সের এই জয় গোটা বাংলায় উন্মাদনা শুরু হয়েছে। আমি দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং ফ্র্যাঞ্চাইজির গোটা আইপিএল মরসুম জুড়ে রেকর্ড তৈরি করা পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাচ্ছি।" আগামী দিনেও কলকাতা নাইট রাইডার্সের এমন জয়ের কামনা করেছেন দিদি।

গত দুটি আইপিএল জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ইডেনে বড় অনুষ্ঠান হয়েছিল। শহর জুড়ে ভিকট্রি প্যারেডেও বেরিয়েছিল। এবার কলকাতায় শাহরুখ খানের দলের ভিকট্রি প্যারেড দেখার কাউন্টডাউন শুরু হল। আরও পড়ুন- কলকাতার আইপিএল জয়

দেখুন মমতার অভিনন্দন বার্তা

এদিকে, ঝড়-বৃষ্টির মাঝেও শহর জুড়ে চলল নাইটদের খেতাব জয়ের উদযাপন। বেহালা থেকে বালিগঞ্জ, দমদম থেকে টালিগঞ্জে ফাটানো হল আতসবাজি।