চেন্নাই, ২৬ মে: দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০১২, ২০১৪-র পর ২০২৪। আইপিএলের ইতিহাসে তাদের তৃতীয় খেতাবটা জিতল নাইট রাইডার্স। প্রথম দু বার অধিনায়ক হিসেবে কেকেআর-কে কাপ জেতানোর পর এবার মেন্টর হয়ে শাহরুখ খানের দলকে খেতাব এনে দিলেন গৌতম গম্ভীর।
রবিবার চিপকে ফাইনালে সান রাইজার্স হায়দরাদ-কে ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে উড়িয়ে তাদের তৃতীয় আইপিএল খেতাবটি জিতল নাইট রাইডার্স। শুরুতে কেকেআর-এর বোলার ও তারপর রান তাড়া করতে নেমে ব্যাটারদের দাপটে আইপিএলের ফাইনালে ইতিহাসে সবচেয়ে এক তরফাভাবে জিতল কলকাতা। আরও পড়ুন-দীপা কর্মকারের ইতিহাস
চিপকে প্রথমে সান রাইজার্স হায়দারবাদ-কে মাত্র ১১৩ রানে বেঁধে রাখার পর, আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংস তাড়া করতে নেমে নাইট রাইডার্স জিতল ১০.৩ ওভারে। কাপ জেতার পর আনন্দে কেঁদে ফেললেন আন্দ্রে রাসেল। ফাইনালে তিন উইকেট তুলে নিয়ে রাসেল ফারাক গড়ে দিলেন। শরীর সারিয়ে গ্যালারিতে বসে দলের কাপ জেতা উপভোগ করলেন নাইট মালিক শাহরুখ খান।
চলতি আইপিএলে প্রায় গোটা টুর্নামেন্টেই চ্যাম্পিয়নের মত খেললেন শ্রেয়স আইয়ার-রা। পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রান করেও ইডেনে হার, রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান করেও কলকাতায় হার, আর চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে হার। এই তিনটে ম্যাচ বাদ দিলে এবারের আইপিএলে সব বিভাগেই বিপক্ষ দলগুলোকে উড়িয়ে দেন নাইটরা। কোয়ালিফায়ার ওয়ানের পর ফাইনালেও হায়দরাবাদকে দাঁড়াতেই দিলেন না মিচেল স্টার্ক, আন্দ্র রাসেল-রা।
দেখুন ছবিতে
2012, 2014, and 👇👇👇 pic.twitter.com/9nm5XCx5Pz
— KolkataKnightRiders (@KKRiders) May 26, 2024
আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করে সান রাই়জার্স হায়দরাবাদ। অবিশ্বাস্য বোলিং করলেন বেগুনি জার্সির বোলাররা। কামিন্সদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। চিপকে নাইটদের যত জন বল করলেন সবাই উইকেট পেলেন। আন্দ্রে রাসেল নিলেন ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট, স্টার্ক ও হর্ষিত রান ২টি করে।
রবিবার সন্ধ্যায় আইপিএলের ফাইনালে চিপকে কেকেআর-এর বোলাররা অবিশ্বাস্য বোলিং করলেন। মিচেল স্টার্ক, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল-দের ঝড়ে চলতি আইপিএলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মত ভেঙে পড়ল। প্রথম বল থেকেই মিচেল স্টার্ক দাপট দেখাতে শুরু করেন। ঠিক যেমন হয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে আমেদাবাদে। স্টার্ক প্রথম ওভারেই আউট করেন সান রাইজার্সের ওপেনার অভিষেক শর্মা (০)-কে। এরপরের ওভারেই সানদের সবচেয়ে বড় ধাক্কা দেন বৈভব আরোরা।