পথে নামলেন মমতা ব্যানার্জি (Picture Credits: ANI)

কলকাতা, ২৪ ডিসেম্বর: বিতর্কের পর আবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। সংশোধিত নাগরিকত্ব আইনকে (CAA) রুখতে প্রতিবাদ মিছিল ও সভা করলেন তিনি। আজ সকালে সিমলার স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত অরাজনৈতিক প্রেক্ষাপটের মানুষজন। অনেক ছাত্রছাত্রীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। ফলে জনজোয়ার ভাসছে কলকাতা। কাঁসর, ঘণ্টা, শঙ্খ বাজিয়ে চলছে মিছিল।

আজ সভায় তিনি রাজ্যপালকে (Governor) কটাক্ষ করেন। তিনি আজ মিছিলে বলেন, বিজেপি দেশ এবং বাংলাকে ভাগ করতে চাইছে। দেশজুড়ে বিক্ষোভ চলছে। মানুষজন পথে নামছে।  মতুয়ারাও এদেশের নাগরিক। কেন তাদের অসম্মান করা হচ্ছে বলে প্রশ্ন করেন তিনি। ধর্ম নিয়ে খেলছে বিজেপি বলেন তিনি। ঝাড়খণ্ডে বিজেপি লণ্ডভণ্ড হয়েছে। সিএএ ব্যর্থ করতেই আন্দোলনে তিনি আবার পথে নেমেছেন বলে জানান। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মিছিলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরাও।  আরও পড়ুন, যাদবপুরে গিয়ে ঘেরাও রাজ্যপাল জগদীপ ধনখর, উঠল গো ব্যাক স্লোগান; আচার্যকে ছাড়াই শুরু সমাবর্তন

এর আগে তিনিদিন মুখ্যমন্ত্রী সিএএর প্রতিবাদে মিছিলে নামেন। এরপর গতকালের বিজেপির সমর্থন মিছিল এবং জেপি নাড্ডার বক্ত্যব্যের পর প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নেননি তিনি। এবার শুধু রাজনীতিতেই সোমাবদ্ধ রাখলেন না। অরাজনৈতিক মানুষজন এবং ছাত্রছাত্রীদের এর মধ্যে অন্তর্ভুক্ত করেন তিনি। এই মুহূর্তে মিছিল কাঁকুড়গাছি পেরিয়ে গেছে। বেলেঘাটার গান্ধীভবন পর্যন্ত হাঁটবেন তিনি।