কলকাতা, ৯ ফেব্রুয়ারি: গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে নোটিশ পাঠাল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে।
West Bengal: CBI issues notice to actor and TMC MP Deepak Adhikari, asking him to appear before it in Kolkata on Feb 15 in connection with the cattle smuggling case
— ANI (@ANI) February 9, 2022
জানা যাচ্ছে, গরু পাচার মামলায় সাক্ষী হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস সাংসদ দেবের নাম। সেই অনুযায়ী তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে ডেকে পাঠানো হয়েছে। তবে গরু পাচার মামলায় দেবের নাম কীভাবে উঠে এলে, সে বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।
ঘাটাল হাইওয়ে দিয়ে গরু পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় কোনওভাবে দেবের নাম উঠে আসে বলে খবর। ঘাটালের সাংসদ গরু পাচার সংক্রান্ত বিষয়ে কিছু জানেন কি না, সে বিষয়ে একজন সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।