রাজ্য সরকারের সঙ্গে তিন দফা বৈঠকে কোন সমাধান সূত্র না বেরনোয় আগামী ২২, ২৩ ও ২৪ মে তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (Joint Council of Bus Syndicates), বেঙ্গল বাস সিন্ডিকেট (Bengal Bus Syndicate), ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স এসোসিয়েশন( West Bengal Bus Mini Bus Owners Association), মিনিবাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি( Minibus Operators Co - Ordination Committe), ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন ট্রাক ওনার্স এসোসিয়েশন(West Bengal Federation Track Owners Association) সহ বেসরকারি পরিবহনের ৭ মালিক সংগঠন
ধর্মঘট আহ্বানকারি সংগঠন গুলির তরফে জানানো হয় যে রাজ্যের পরিবহন দপ্তরের সঙ্গে দুদফা বৈঠকে কোনো সুরাহা হয় নি। দ্বিতীয় দফার বৈঠকে রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহনের সঙ্গে বৈঠকে সংগঠনগুলির দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে আলোচনা হয়। কিন্তু কলকাতা, বিধানগর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে বৈঠকে কোন সমাধান সূত্র বেরয়নি বলে জানান।
উল্লেখ্য অসম্ভব পুলিশি জুলুম, কোভিড এর কারণে দুবছর বাস রাস্তায় চলতে না পারার কারণে বাণিজ্যিক গাড়ির রাস্তায় চলার ১৫ বছরের মেয়াদে র ক্ষেত্রে আরো দুবছর বাড়ানো সহ ৫ দফা দাবিতে আগামী ২২ থেকে ২৪ মে পর্যন্ত বেসরকারি পরিবহন ধর্মঘটে ডাক দেয় ওই সাতটি সংগঠন।