কলকাতা, ২৭ মার্চ: আজ দিনভর প্রথম দফা নির্বাচনকে ঘিরে যে অশান্তি দেখা গেছে তা নিয়ে সংবাদ বৈঠকে করে তৃণমূল কংগ্রেস (TMC)নেতৃত্ব। বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন সুব্রত মুখার্জি। পোলিং এজেন্ট নিয়ে কমিশনের নয়া নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপির ডেপুটেশনে কীকরে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করা হল তা নিয়ে সরাসরি প্রশ্ন করেন। এটিকে সংসদীয় আইন বিরুদ্ধে বলে অভিযোগ তোলেন। নির্বাচন কমিশনকে শীঘ্রই এই নয়া নিয়ম তুলে নেওয়ার দাবি জানান।
আজ সুদীপ বন্দোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, 'বুথ এজেন্ট নিয়োগের পদ্ধতি পরিবর্তন করার জন্য বিজেপি একটি স্মারকলিপি জমা দিয়েছে। যেখানে বুথের ভোটার হতে হবে এবং যে কোনও বুথে যে কাউকে অনুমতি দিতে হবে বলে দাবি জানায়।' কমিশনে তৃণমূল জানায়, বুথে বসতে দেওয়া হচ্ছে না এজেন্টদের। অবাধে যাতায়াত চলছে বহিরাগতদের। বাইরে থেকে যাকে তাকে নিয়ে এসে পোলিং এজেন্ট করা হবে অভিযোগ করে, সাংবাদিক বৈঠকেও এই বিষয়টি তুলে ধরেন সুব্রতবাবু। আরও পড়ুন, 'বুথে অবাধে যাতায়াত চলছে বহিরাগতদের', অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল
মমতা ব্যানার্জির অডিও ক্লিপ সঙ্গে 'ডাল মে কুচ কালা হ্যায়' বলে দাবি করেন তিনি। এটি পূর্ব পরিকল্পিত পরিকল্পনা বলে জানান তিনি। মমতা ব্যানার্জি তাদের এক নিষ্ঠাবান কর্মীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন বলে দাবি করেন। এটি অপরাধ নয়। তিনি এও বলেন, আমার যদি কোনওদিন অভিমান হয়, আমি গর্বিত বোধ করব যদি তিনি এভাবেই ফোন করে ডাকেন। কুণাল ঘোষ জানান, ভুল আঙ্গিকে তা প্রচার করা হয়েছে। পাশাপাশি বুথে বুথের এজেন্টের দাবি জানিয়েছেন।