West Bengal Assembly Elections 2021: প্রার্থী তালিকায় চমক বিজেপির, বিধানসভায় লড়বেন একাধিক হেভিওয়েট সাংসদ; জেনে নিন কারা
নিশীথ প্রামাণিক, বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় ও স্বপন দাশগুপ্ত (Photo: Twitter and facebook)

কলকাতা, ১৪ মার্চ: জল্পনা সত্যি হল। বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2021) লড়বেন কয়েকজন বিজেপি সাংসদ। আজই তৃতীয় ও চতুর্থ দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তৃতীয় দফার ২৭টি আসনের ও চতুর্থ দফার ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এছাড়াও রয়েছেন ৩ সাংসদ। সাংসদ নিশীথ প্রামাণিক ও লকেট চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে লড়বেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লড়বেন বিধানসভা ভোটে। কোচবিহারের দিনহাটা আসন থেকে লড়বেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) লড়বেন চুঁচুড়া আসনে। তারকেশ্বর থেকে লড়বেন স্বপন দাশগুপ্ত। অন্যদিকে টালিগঞ্জ আসনে লড়বেন বাবুল সুপ্রিয়।

শনিবার সকালেই দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায় ও শুভেন্দু অধিকারীরা। এরপর গতরাতে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের খবর, এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে দলের কোনও সাংসদ বিধানসভা ভোটে লড়বেন না। যদিও পরিস্থিতির কারণেই পরে এই সিদ্ধান্ত বদল হয়। গতকালের বৈঠকে প্রার্থী হিসেবে এই পাঁচ সাংসদের নাম উঠে আসে। তাঁদের মধ্যে রূপা গাঙ্গুলি নাকি প্রার্থী হতে রাজি হননি। আরও পড়ুন: BJP Candidate List 2021: তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জে বাবুল সুপ্রিয়, চণ্ডীতলায় যশ দাশগুপ্ত

তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন একাধিক টলিউড অভিনেতা। বেহালা পূর্বে লড়বেন পায়েল সরকার। হুগলির চণ্ডীতলা আসনে লড়বেন যশ দাশগুপ্ত। শ্যামপুর আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও সোনারপুর দক্ষিণ আসনে লড়বেন অঞ্জনা বসু।