নতুন দিল্লি, ১৪ মার্চ: তৃতীয় ও চতুর্থ দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির (BJP)। দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।তৃতীয় দফার ২৭টি আসনের ও চতুর্থ দফার ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকায় কেন্দ্রের এক মন্ত্রী ও ৩ সাংসদ। সাংসদ নিশীথ প্রামাণিক ও লকেট চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে লড়বেন।
এক নজরে বিজেপির প্রার্থী তালিকা:
- আলিপুরদুয়ার-অশোক লাহাড়ি
- ডোমজুড়-রাজীব বন্দ্যোপাধ্যায়
- সিঙ্গুর-রবীন্দ্রনাথ ভট্টাচার্য
- তারকেশ্বর-স্বপন দাশগুপ্ত
- দিনহাটা-নিশীথ প্রামাণিক
- টালিগঞ্জ-বাবুল সুপ্রিয়
- চণ্ডীতলা-যশ দাশগুপ্ত
- বেহালা পূর্ব-পায়েল সরকার
- কসবা-ইন্দ্রনীল খাঁ
- শ্যামপুর-তনুশ্রী চক্রবর্তী
- চুঁচুড়া-লকেট চট্টোপাধ্যায়
- সোনারপুর দক্ষিণ-অঞ্জনা বসু
- হাওড়া দক্ষিণ-রন্তিদেব সেনগুপ্ত
- হাওড়া উত্তর-উমেশ রায়
- হাওড়া মধ্য-সঞ্জয় সিংহ
- মেটিয়াব্রুজ-রামজি প্রসাদ
- সাঁকরাইল-প্রভাকর পণ্ডিত
- পাঁচলা-মোহিত ঘাঁটি
- উলুবেড়িয়া পূর্ব-প্রত্যুষ মণ্ডল
- উত্তরপাড়া-প্রবীর ঘোষাল
- শ্রীরামপুর-কবীর শঙ্কর বসু
- চাঁপদানি-দিলীপ সিংহ
- বলাগড়:-সুভাষচন্দ্র হালদার
- পাণ্ডুয়া-পার্থ শর্মা
- মেখলিগঞ্জ: দধিরাম রায়
- মাথাভাঙা: সুশীল বর্মন
- কোচবিহার উত্তর: সুকুমার রায়
- শীতলকুচি: বরেন চন্দ্র বর্মন
- সিতাই: দীপক রায়
- তুফানগঞ্জ: মালতি রাভা রায়
- কুমারগ্রাম: মনোজ ওঁরাও
- কালচিনি: বিশাল লামা
- আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি
- মাদারিহাট: মনোজ টিগ্গা
- ভাঙড়: সৌমি হাটি
- যাদবপুর: রিঙ্কু নস্কর
- মহেশতলা: উমেশ দাস
- বজবজ: তরুণ আদক
- বাসন্তী: রমেশ মাঝি
- কুলতলি: মিণ্টু হালদার
- কুলপি: প্রণব মল্লিক
- রায়দিঘি: শান্তনু বাপুলি
- মন্দিরবাজার: দিলীপ জাটুয়া
- জয়নগর: রবীন সর্দার
- ক্যানিং পশ্চিম: অর্ণব রায়
- ক্যানিং পূর্ব: কালীপদ নস্কর:
- বারুইপুর পশ্চিম: দেবোপম চট্টোপাধ্যায়
- মগরাহাট পূর্ব: চন্দন নস্কর
- মগরাহাট পশ্চিম: মানস সাহা
- ডায়মন্ডহারবার: দীপক হালদার
- সাতগাছিয়া: চন্দন পাল দাস
- বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর
- উলুবেড়িয়া উত্তর: চিরণ বেরা
- বাগনান: অনুপম মল্লিক
- আমতা: দেবতনু ভট্টাচার্য
- উদয়নারায়ণপুর: সুমিতরঞ্জন কাঁড়ার
- জাঙ্গিপাড়া: দেবজিৎ সরকার
- হরিপাল: সমীরণ মিত্র
- ধনেখালি: তুষার মজুমদার
- পুরশুড়া: বিমান ঘোষ
- গোঘাট: বিশ্বনাথ কারক
- খানাকুল: সুশান্ত ঘোষ
তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল। ১৯ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অন্যদিকে, ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ।