West Bengal Election 2021: আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেসের জোট সঙ্গী হচ্ছে পিরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
বিমান বসু, অধীর চৌধুরী এবং আব্বাস সিদ্দিকী (Picture Credits: PTI and twitter)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: অবশেষে বাম-কংগ্রেসের সঙ্গে জোট করতে চলেছে পিরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। একুশের নির্বাচনে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও একসঙ্গে লড়বে। মঙ্গলবার আলিমুদ্দিনে জোট বৈঠক শেষে একযোগে একথা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

আসন্ন নির্বাচনে আসন সমঝোতা করেই লড়বে বাম, কংগ্রেস এবং আইএসএফ। আজ সাংবাদিক বৈঠকে তারা তা জানান। তবে, আব্বাসের তরফে এদিনের সাংবাদিক বৈঠকে কেউ হাজির ছিলেন না। তাছাড়া, কোন অঙ্কে তিন শিবিরের আসন সমঝোতা হচ্ছে, সেটাও ঘোষণা করেনি জোট শিবির। আরও পড়ুন, মধ্যপ্রদেশে খালে পড়ল যাত্রীবাহী বাস, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩৭, চলছে উদ্ধারকাজ

বেশকিছুদিন ধরেই বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর দলের জোটের জল্পনা শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। এর আগে জোটে যোগ দিতে চেয়ে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নিজ উদ্যোগে চিঠিও লিখেছিলেন আব্বাস সিদ্দিকি (Abbas Siddique)। পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে চিঠি লেখা হয়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও। দু'পক্ষের আলোচনার পর জোটে সায় দেওয়া হয়। তবে আসন বন্টন নিয়ে এখনও কোনও রফাসূত্র মেলেনি বলেই জানা গেছে।